×

সারাদেশ

নির্বাচন প্রচারণায় বাধাঁ ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০২:১১ পিএম

নির্বাচন প্রচারণায় বাধাঁ ও পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

ছবি: সংগৃহীত

   

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাধাঁ ও ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে । সরকার দলীয় প্রার্থীর বিপক্ষে এমন অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন (চশমা) ও আলী আহমেদ মিয়াজী (আনারস)।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী  উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার,উপজেলা নির্বাহী অফিসার, দাউদকান্দি মডেল থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী উল্লেখ্য করেন,‘দুপুরে একই ইউনিয়নের লক্ষীপুর বালুর মাঠ সংলগ্ন নির্বাচনী প্রচারনায় গেলে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই দোলনের নির্দেশে আমাদের প্রচারণায় বাধা ও অতর্কিত হামলা চালায়, এতে কয়েকজন কর্মী আহত হয়। এ সময় হামলাকারীরা পোষ্টার, ব্যানার, লিফলেট ও পোষ্টার লাগানোর সরঞ্জাম ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয় ।

চশমা প্রতীকে প্রার্থী আনোয়ার হোসেন বলেন, সোমবার রাতে ইলিয়টগঞ্জ বাজার, ভিকতলা ও নয়াকান্দি এলাকায় আমার পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে   প্রতিপক্ষের লোকজনই করেছে বলে ধারণা।

নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই বিল্লালুর রশিদ দোলন বলেন, নৌকার জনপ্রিয়তায় ঈর্ষাণ্বিত হয়ে প্রতিপক্ষের সব প্রার্থীরা একজোট হয়ে আমাদের নামে মিথ্যা  অভিযোগ তুলেছে । কে বা কারা নৌকার নাম ব্যাবহার করে এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলী আহম্মেদ মিয়াজী অভিযোগ পেয়েছি।  প্রথমবারের মতো নৌকা প্রতীকের প্রার্থীকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে পুনরায় এ রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর আগামী ২৯ ডিসেম্বর ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App