
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৮:১৩ পিএম
আরো পড়ুন
যশোরে বিএনপির সমাবেশ পণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত
যশোর শহরের লালদীঘি পাড়ের বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় সমাবেশস্থল থেকে ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কোতোয়লি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন আটকের বিষয়ে কোনো তথ্য তার জানা নেই।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ও সদর উপজেলা মহিলা দলের নেত্রী রিজিয়া পারভীন।
কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থাকলেও তা পালন করতে না পারলেও সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জেলা যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
যশোর শহরের লালদীঘি পাড়ের বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সময় সমাবেশস্থল থেকে ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কোতোয়লি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন আটকের বিষয়ে কোনো তথ্য তার জানা নেই।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ও সদর উপজেলা মহিলা দলের নেত্রী রিজিয়া পারভীন।
কেন্দ্রীয় কর্মসূচির ঘোষিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ থাকলেও তা পালন করতে না পারলেও সন্ধ্যায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জেলা যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।