শ্যামনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ০৫:২৭ পিএম

ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার সোনার মোড় সংলগ্ন মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লোকমান হোসেন উপজেলার মাহমুদপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
নিহতের পিতা মনসুর আলী জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ছেলে লোকমান হোসেন ও ছোট ছেলে মোশারফ হোসেনের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে ফজরের নামাজের পর দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোশারফ তার বড় ভাই লোকমান হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনা স্থলেই লোকমান জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, প্রাথমিকভাবে আমরা জেনেছি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে।