মাধবপুর প্রেসক্লাবে বিমান প্রতিমন্ত্রীর মতবিনিময়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১২:১২ এএম

শনিবার হবিগঞ্জের মাধবপুরে ফুলেল ভালোবাসায় সিক্ত হন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। ছবি: ভোরের কাগজ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী মাধবপুর প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (৩০ অক্টোবর) সকালে মাধবপুর প্রেসক্লাবে সভাপতি মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। প্রেসক্লাবটির সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম মঈন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।