জামায়াত-বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৮:১২ পিএম

রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, মুক্তিযুদ্ধের শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, জামায়াত-বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কারণ মানুষ বিশ্বাসই করে না, খালেদা জিয়ার পার্টি বাংলাদেশের উন্নয়ন করবে।জামায়াত-বিএনপিকে তুড়ির তাসের মতো উড়িয়ে দেব।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহীতে ছাত্রমৈত্রীর ২৭ তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলে হোসেন বাদশা বলেন, ১৪ দল রাখতে হলে ওয়াকার্স পার্টিকে লাগবে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আওয়ামী লীগের মধ্যে যারা জামায়াতের কাছে বিক্রি হয়ে গেছে, তাদেরকে দল থেকে বের করতে হবে। তাছাড়া মুক্তিযুদ্ধের চেতনা কখনো বিজয় লাভ করবে না। জামায়াত-বিএনপির সাথে আঁতাত করে রাজনীতি করতে চাই না। তার আগেই যেন আমার মৃত্যু হয়।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর প্রসঙ্গ নিয়ে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বুক দিয়ে রক্ষা করেছি। কয়েকজন রাজাকারের বন্ধু আমাকে অবাঞ্ছিত করতে চায়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগরীর সভাপতি ওহিদুর রহমান ওহি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। এতে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতাসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।