×

সারাদেশ

বিদ্যুৎ বিচ্ছিন্ন পটুয়াখালী, ৭ নম্বর বিপদ সংকেত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৪:০৩ পিএম

বিদ্যুৎ বিচ্ছিন্ন পটুয়াখালী, ৭ নম্বর বিপদ সংকেত

ফাইল ছবি

   

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সব ধরনের নৌচলাচল ও বিদ্যুৎ বন্ধ রয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।

রবিবার রাত থেকেই দমকা হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। জেলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ৭০৩টি সাইক্লোন সেল্টার ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হবে। এ ছাড়া গৃহপালিত প্রাণির জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় মজুত রয়েছে দুই লাখ ২৭ হাজার ৫০০ টাকা এবং ৩০০ টন চাল। এ ছাড়া ২৫ লাখ নগদ অর্থ এবং ২০ হাজার প্যাকেট শুকনো খাবারের জন্য পটুয়াখালী জেলা প্রশাসন সরকারের কাছে চাহিদাপত্র দাখিল করেছে। জেলা স্বাস্থ্য বিভাগ ঘূর্ণিঝড়পরবর্তী জরুরি সেবা দেয়ার জন্য ৭২টি মেডিকেল দল গঠন করেছে। সব ধরনের নৌচলাচল ও বিদ্যুৎ বন্ধ রয়েছে।

উপকূলীয় এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে বা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করছে কোস্টগার্ড, রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক হাজার স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App