
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৩:০৯ এএম
আরো পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১০:৪৮ পিএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার দুইদিন পার না হতেই আবারও খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্প ১৯ এ দুষ্কৃতিকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ১৫ অক্টোবর রাতে ১৩ নম্বর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুইদিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার দুইদিন পার না হতেই আবারও খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ক্যাম্প ১৯ এ দুষ্কৃতিকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ১৫ অক্টোবর রাতে ১৩ নম্বর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে খুন করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুইদিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।