মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০১:৫১ পিএম

রবিবার মালিক-শ্রমিক দ্বন্দ্বের জেরে মেহেরপুরে সব বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবি: ভোরের কাগজ
মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (২ অক্টোবর) সকাল থেকে ছেড়ে যায়নি আন্তঃজেলা ও দূরপাল্লার কোনো পরিবহন। মাসখানেক ধরে চলমান এই দ্বন্দ্ব চরম রূপ পেয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ প্রসঙ্গে মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, শনিবার কুষ্টিয়ার এক মালিকের সঙ্গে এক শ্রমিকের দ্বন্দ্ব হয়। সে দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া থেকে মেহেরপুরে সব বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া মালিক সমিতি।
স্থানীয়দের ভাষ্য, মেহেরপুর শহর থেকে মেহেরপুর জেলা সীমান্ত খলিসাকুন্ডি পর্যন্ত ছেড়ে যায় আন্তঃজেলার সব বাস। রবিবার সকাল থেকে মেহেরপুর মালিক সমিতির পক্ষ থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব বাস বন্ধ করে দেয়া হয়। এতে ব্যাপক ভোগান্তি হচ্ছে।
এরই মধ্যে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল।