স্কুলের বাথরুম থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৮:৩৪ পিএম

শেরপুরে কিন্ডারগার্টেনের বাথরুমে ছাত্রের লাশ। ফাইল ছবি
শেরপুর সদরে ভীমগঞ্জ বাজারের ড্যাফোডিল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল নামে একটি কিন্ডারগার্টেনের বাথরুম থেকে ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সংবাদ পেয়ে শুক্রবার (২৬ আগস্ট) সকালের দিকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ রিমন (১৬) পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের সাগর মিয়ার ছেলে। সে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহত ওই স্কুলছাত্রের পারিবারিক সূত্রের বরাত দিয়ে শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সে স্কুল থেকে বাড়ি ফিরে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার সময় রিমন বাড়ির কাছেই নানির বাড়িতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। ওই স্কুলের নৈশপ্রহরী শুক্রবার সকালে স্কুলের বাথরুমে ওই স্কুল ছাত্রের লাশ দেখতে পেয়ে স্কুলের পরিচালক চান মিয়া মাস্টারকে খবর দিলে তিনি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের পরিবারে আহাজারি চলছে।
ওসি আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।