সাজেকে অতিরিক্ত মালবোঝাই জিপ উল্টে নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১১:৫৭ এএম

বুধবার সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নং কালভার্ট) এলাকায় অতিরিক্ত মালবোঝাই জিপ উল্টে দুজন নিহত হন। ছবি: সংগৃহীত
রাঙামাটি-বাঘাইছড়ির সাজেকে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৭ আগস্ট) সকালে বাঘাইহাট-সাজেক সড়কের নাঙ্গলমারা (২ নং কালভার্ট) এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকার কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াছ হোসেন (৪৫) ও সাজেকের মাচালংয়ের বাসিন্দা শ্রমিক অনন্ত ত্রিপুরা (৪০)।
স্থানীয়দের ভাষ্য, সকালে মাচালং বাজার থেকে একটি জিপে কলাবোঝাই করে বাঘইহাটে যাচ্ছিলেন ইলিয়াছ ও অনন্ত। পথে নাঙ্গলমারা (২ নং কালভার্ট) এলাকায় জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গাড়িটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত মালবোঝাই ছিল, তাই সরু ও আঁকাবাঁকা সড়কে বাঁক ঘুরতে গিয়ে (ইউটার্ন) ভারসাম্য রক্ষা করতে না পারায় এ দুর্ঘটনা ঘটেছে।