×

সারাদেশ

গাড়ি তল্লাশি নিয়ে ফেনীতে র‍্যাব-পুলিশের হাতাহাতি, আহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৯:০২ এএম

গাড়ি তল্লাশি নিয়ে ফেনীতে  র‍্যাব-পুলিশের হাতাহাতি, আহত ৪

মঙ্গলবার ফেনীর পরশুরামে গাড়িতল্লাশির ঘটনায় র‌্যাব-পুলিশের হাতাহাতিতে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কর্মকর্তা-কনস্টেবল। ছবি: সংগৃহীত

   

ফেনীর পরশুরাম উপজেলায় গাড়িতল্লাশি নিয়ে র‍্যাব-পুলিশের হাতাহাতিতে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। এ সময় দুই বাহিনীর সদস্যরাই সাদাপোশাকে ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানায়, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন পরশুরাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইব্রাহিম, কনস্টেবল মোহাম্মদ নুরুন্নবী ও মাহবুব হোসেন। এর মধ্যে মো. রেজাউল করিম ও মোহাম্মদ নুরুন্নবীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া ওই দুই পুলিশ সদস্যের বিষয়ে পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক বলেন, তাদের দেহের বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং এখন তাদের অবস্থা আশঙ্কাজনক।

হাতাহাতির বিষয়ে র‌্যাব-পুলিশের পাল্টাপাল্টি বক্তব্য

হাতাহাতির বিষয়ে মঙ্গলবার ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, গাড়িতল্লাশিকে কেন্দ্র করে ভুল–বোঝাবুঝি থেকে কথা-কাটাকাটি হয়। আলোচনার মাধ্যমে এর অবসান হবে। তবে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের হাতাহাতির বিষয়টি অস্বীকার করে বলেন, দুই পক্ষই সাদাপোশাকে থাকায় ভুল বোঝাবুঝি হয়েছে। পরে উভয় পক্ষ নিজেদের পরিচয় জানতে পেরে সেখান থেকে চলে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App