বাবার কোলে শিশুকে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১১:২২ পিএম

প্রতীকী ছবি

ফাইল ছবি
নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামী ও শ্যূটার মো. রিমন ও মহিন উদ্দীনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নোয়াখালী জেলার চর জব্বর থানাধীন চর ক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় বিদেশি ও দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এমন তথ্য জানানো হয়।
এর আগে গত ১৫ এপ্রিল আর তিনজন আসামিকে গেপ্তার করা হয়। ওই দিন দুপুরে তাসফিয়া আক্তার জান্নাতের খালু হুমায়ুন কবির হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়৷
বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুর গ্রামে বুধবার একদল যুবকের হামলায় তাসফিয়া আক্তার জান্নাত নিহত হয়; আহত হন তার সৌদি আরব প্রবাসী বাবা আবু জাহের।