ঢাকা-আরিচা মহাসড়ক: নবীনগরগামী লেন বন্ধ রাত ১২টা পর্যন্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৫:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা সড়ক বিভাগ (সওজ) জানিয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেট এলাকায় আড়াআড়ি নর্দমা (ক্রস ড্রেন) নির্মাণের কাজ শুরু হওয়ায় নবীনগরগামী মূল লেনটি আজ রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।
শুক্রবার (১৫ এপ্রিল) সড়ক ও জনপথ বিভাগ ঢাকার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চার লেনবিশিষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউমার্কেট এলাকায় নর্দমার নির্মাণকাজের জন্য শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নবীনগরগামী সড়কের মূল লেনটি বন্ধ রাখা হবে। এ সময় ওই সড়ক বন্ধ থাকায় সার্ভিস লেন ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া যানবাহন চলাচলে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখিত।