ঈশ্বরদীতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক কামরুল ইসলামকে সংবর্ধনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ০৩:৩৩ পিএম

বুধবার পাবনার ঈশ্বরদীতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ডা. কামরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। ছবি: ভোরের কাগজ
ঈশ্বরদীতে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক কামরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কিডনি চিকিৎসায় অবদান রাখার জন্য তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
চিকিৎসক প্রফেসর কামরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এ সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কামরুল ইসলামের মা অধ্যাপিকা মোছা. রাহিমা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক শহিদুল হাসান (ববি সরদার)।