×

সারাদেশ

হামলার প্রতিবাদে খুলনায় ট্যাংক লরি ধর্মঘট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ০৯:৪২ এএম

হামলার প্রতিবাদে খুলনায় ট্যাংক লরি ধর্মঘট শুরু

সোমবার খুলনায় পরিবহন শ্রমিক আল আমিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকরা

   

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগরীতে ট্যাংক লরি ধর্মঘট শুরু হয়েছে। এর আগে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। সোমবার দুপুরে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছিলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।

এ বিষয়ে খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, সোমবার দুপুরে কাশিপুর বাংলার মোড়ে সাত-আটজন সন্ত্রাসী শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিনের ওপর হামলার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন সেখানে ট্যাংক লরি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তা মোড়ে দুপুর একটা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে বিকেল চারটায় সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

তিনি আরও বলেন, পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে আজ মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট শুরু হয়েছে।

আল আমিনের ওপর হামলার প্রতিবাদে এক শ্রমিক সমাবেশে বক্তারা জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য তাদের ধর্মঘট চলবে।

ধর্মঘটের ফলে খুলনার ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ বিষয়ে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ট্যাংক লরি শ্রমিক নেতা আল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App