×

সারাদেশ

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: দুই অস্ত্রধারী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৩ পিএম

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: দুই অস্ত্রধারী গ্রেপ্তার

সাতকানিয়ায় ইউপি নির্বাচনের দিন মোহাম্মদ নিশান ও জয়নাল আবেদীন প্রকাশ লেদাইয়ার অস্ত্রবাজি। ছবি: সংগৃহীত

   

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনের দিন অস্ত্রবাজির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ নিশান ও জয়নাল আবেদীন প্রকাশ লেদাইয়া। এ দুজনই নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেনের অনুসারী।

৭ ফেব্রুয়ারি নির্বাচনের দিন অস্ত্রবাজির সাত দিন পর পুলিশ দুই চিহ্নিত অস্ত্রবাজকে গ্রেপ্তারে সক্ষম হলো।

দুই অস্ত্রধারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, নিশাল ও লেদাইয়া দুজনই খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে নিশান ফেসবুকে পূর্ব ঘোষণা দিয়ে নির্বাচনের মাঠে কাজ করেছেন। দিনভর অস্ত্রবাজির পর সন্ধ্যায় নৌকার প্রার্থী আকতার হোসেন ভোট গণনায় এগিয়ে থাকায় অস্ত্রবাজ নিশান তার গলায় ফুলের মালা পরিয়ে দেন। এছাড়া লেদাইয়াকে বন্দুক হাতে অস্ত্রবাজি করতে দেখা গেছে। এই দুজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে খাগরিয়ায় অস্ত্রবাজির ঘটনায় চিহ্নিত অস্ত্রবাজদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। ইতোপূর্বে গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে কেউ-ই চিহ্নিত অস্ত্রবাজ ছিলেন না। তাদের মামলার আসামি কিংবা সন্দেহভাজন হিসেবে আটক করেছিল পুলিশ।

গত ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে খাগরিয়ার দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। দুই ঘণ্টাব্যাপী চলা এই গোলাগুলির ঘটনা শুরুর সময় সকাল সাড়ে নয়টা থেকে আকতার ইউপি কেন্দ্রে ছিলেন। তিনি তার সমর্থকদের তখন নির্দেশনা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। জসিম উদ্দিনও তখন কেন্দ্রে ছিলেন। এদিকে চিহ্নিত অস্ত্রবাজদের ছবি গণমাধ্যমে প্রকাশের পর দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App