রামগড়ের ৯ ইটভাটাকে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ পিএম

খাগড়াছড়ির রামগড়ের ৯ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ভোরের কাগজ

খাগড়াছড়ির রামগড়ের ৯ ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার ফেনীরকুল এলাকার ব্রিকফিল্ডের মালিক হাফেজ আহাম্মদকে ৮০ হাজার, নুর ইসলামকে ৭০ হাজার, মোস্তফা ভূঁইয়াকে ৬০ হাজার ও সদুকার্বারীপাড়ার আবদুল মান্নানকে ৭০ হাজার টাকা জরিমানা এবং রবিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার দাতারাম পাড়া এলাকার মেগনা ১ ও মেগনা ২, আপন, জনতা ও এসএস নামে ৫টি ব্রিকফিল্ডের মালিককে ৫০ হাজার টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

এ সময় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে ৯টি ইটভাটা মালিককে সর্বমোট ৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ইট প্রস্তুত হচ্ছে এমন ৯টি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।