জেব্রা মৃত্যু: সাফারি পার্কের ২ কর্মকর্তা প্রত্যাহার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৭:২৯ পিএম
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা মৃত্যুর ঘটনায় দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শনাক্তের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্বরত এসব কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
যাদের প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এবং ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন। তাদের বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে।
তাদের স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ ফরিদপুর সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এবং ডুলাহাজরা কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।
তাছাড়া সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবিরকে প্রত্যাহার করা হবে।