এক্সপ্রেসওয়েতে মধ্যরাতে দুই মোটরসাইকেল আরোহী নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম

চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামের এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুক্রবার (৮ নভেম্বর) মধ্যরাতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুই আরোহী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিইপিজেড অংশে শুক্রবার রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটির নম্বর চট্ট মেট্রো-ল ১৭-৪৩১৮।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি প্রচণ্ড জোরে রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই তারা মারা যান।
সিইপিজেড ফায়ার সার্ভিস অফিসের কর্মকর্তা নূর হোসেন বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।