ব্যাপক কর্মসূচির মধ্যে দিয়ে কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস পালন

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

ছবি : ভোরের কাগজ
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই প্রতিপাদ্য নির্ধারণ করে সারাদেশের ন্যায় কাপ্তাইতেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় যুব দিবস পালন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে উপজেলা বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরী'তে আলোচনা সভা, শপথ পাঠ, প্রশিক্ষণ সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক কাপ্তাই উপজেলা পরিষদ মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন।
আরো পড়ুন : ভারতীয় কারাগারে বাংলাদেশি শ্রমিক, পরিবারের মানবেতর জীবনযাপন
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রুইহ্লাঅং মারমা, খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, কাপ্তাই উপজেলা জামাতের আমির হারুনুর রশিদ, মিশন হাসপাতাল এনজিও প্রতিনিধি বিজয় মারমা প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশের প্রতি সকলকে অনুগত থাকতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র-যুব জনতার আন্দোলনে অর্জিত বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য নিষ্ঠাবান হতে হবে। যুব সমাজের পক্ষে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হবে। যুব উন্নয়নের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হতে হবে।
তিনি বলেন, নিজের দেশকে ভালোবেসে মানুষের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখার মনোভাব তৈরি করতে হবে। অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় যেন দেয়া না হয়। বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানান।