খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষ, অগ্নি সংযোগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম

দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বেঁধে যায় সংঘর্ষ। ছবি : সংগৃহীত
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাজারে পাহাড়িদের বেশকিছু দোকানে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার লারমা স্কয়ার এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচ-ছয়জন আহত হয়েছেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরূল হক।
ঘটনার প্রেক্ষাপট জানতে চাইলে নুরূল হক বলেন, বুধবার জেলা সদরের নোয়াপাড়ায় পাড়ায় এক বাঙালি যুবক মারা যান। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে বলা হয়েছে, তাকে মোটর সাইকেল চুরির অভিযোগে গণপিটুনি দেয়া হয়েছিল। তার মৃত্যুর প্রতিবাদে আজ দীঘিনালা ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাঙালিরা।
পুলিশ বলছে, তারা মিছিল নিয়ে এগোলে লারমা স্কয়ারে অবস্থান নেয় পাহাড়িরা। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে বেঁধে যায় সংঘর্ষ।
সামাজিক মাধ্যম ফেসবুকে ওই সময়ের একটি লাইভে দেখা যায়, লারমা স্কয়ারের দুই দিকের রাস্তায় দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি চলছে। লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয়ার চেষ্টা করছে দু' পক্ষই। এরপর লারমা স্কয়ার ও দীঘিনালা কলেজের পাশের অনেকগুলো দোকানপাট ও বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়।
শতাধিক বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক তরুণ ভট্টাচার্য।
দোকানগুলো পাহাড়িদের বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হক। আহতদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এখন সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
আরো পড়ুন : মধ্যনগর থানায় নতুন ওসির যোগদান