×

চট্টগ্রাম

বন্যা পরিস্থিতির অবনতি: হালদার বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:৪১ পিএম

বন্যা পরিস্থিতির অবনতি: হালদার বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

ছবি : সংগৃহীত

   

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ১৩ জেলা। এসব জেলার বন্যাকবলিত ৩৭ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ জন। টানা বৃষ্টিপাত এবং ভারত থেকে অব্যাহত পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে একের পর এক জেলা। নতুন নতুন বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি।

এবার চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়ি সীমান্তবর্তী এলাকায় হালদা নদীর ওপর নির্মিত বাঁধ ভেঙে গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টা থেকে প্রবল স্রোতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রায় ১৫ ফুট বাঁধ ভেঙে ফটিকছড়িতে পানি ঢুকতে শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, ফটিকছড়ির উপজেলার সুন্দরপুর, ভুজপুর, বাগানবাজার, পাইন্দং এলাকার অবস্থা অত্যন্ত খারাপ। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। তাদের জরুরি ভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন বলেও জানান তারা।

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানিয়েছেন, চট্টগ্রামে ৯টি উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এরমধ্যে ফটিকছড়িতে ২০টি ইউনিয়নে ১৯ হাজার ৫৮০ পরিবারের এক লাখ ২ হাজার মানুষ পানিবন্দি।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, ফটিকছড়ির নাজিরহাট এলাকায় হালদা নদীর বাঁধ ভেঙে পানি এলাকায় প্রবেশ করছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে খালগুলো থেকে পানি উপচে লোকালয়ে প্লাবিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন : বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত কমার সম্ভাবনা নেই

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App