রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত হান্নানসহ গ্রেপ্তার ৬

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০২:৩০ পিএম

নিহত আব্দুর রশিদ। ছবি: ভোরের কাগজ

অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান
রাজধানীর দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় রশিদ নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হান্নানসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
তবে ঘটনাটি পূর্ব শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
[caption id="attachment_273592" align="aligncenter" width="700"]
এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিনখান আইনুশবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে দক্ষিণখান থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, দক্ষিনখানে জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।