গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি মেননের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৬:২২ পিএম
গৃহশ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। শুক্রবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় গার্হস্থ্য শ্রমিক ইউনিয়নের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধনী পর্বের বক্তব্যকালে তিনি এ দাবি করেন।
সংগঠনের সভাপতি আমেনা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শ্রমিকনেতা আবুল হোসাইন, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন, প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক গৃহশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এলিজাবেথ ট্যাং।
মেনন বলেন, গৃহকর্মীদের সুরক্ষা দিতে তাদের জন্য আইন করতে হবে। নিদেনপক্ষে তাদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ২০১৫ সালে গৃহকর্মীদের জন্য নীতিমালা প্রণয়ন করা হলেও এখন তার কার্যকারিতা নেই। তাদের সুরক্ষায় নিশ্চিত করতে হলে সংগঠন গড়া ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আইন থাকলে অথবা শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হলে তাদের পক্ষে সংগঠন করা ও দাবি তোলা সহজ হবে। গৃহশ্রমিকদের আয়কে জিডিপিতে অন্তর্ভুক্ত করা হলে দেশের জিডিপি ব্যাপকভাবে পরিবর্তন সাধিত হবে বলে জানান তিনি।