গাবতলীতে দিনমজুর খুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০১:৪১ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর গাবতলী দ্বীপনগর এলাকায় মুকুল শেখ (৩৭) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা অভিযোগ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি স্বজনদের।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মুকুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ছেলাচাপরি গ্রামে। তার বাবার নাম মৃত দুলাল শেখ। বর্তমান গাবতলী দ্বীপনগর এলাকায় থাকেন তারা।
নিহতের ছোট ভাই রব্বানী শেখ জানান, তারা গাবতলীর ওই এলাকায় বালু-সিমেন্টের বহনের কাজ করেন। রাতে কাজ শেষ করে দুই ভাই হেঁটে বাসায় ফিরছিলেন। তখন হুট করে ১০-১২ জন তাদের ওপর হামলা করে। অন্ধকারে তাদের এলোপাতাড়ি পিটাতে থাকে। প্রাণ বাঁচাতে রব্বানী সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। তবে একা পেয়ে মুকুলকে এলোপাতাড়ি পিটিয়ে যখম করে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গ্রামে তাদের জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি দ্বন্দ্ব চলছিল। দুই বছর আগে তাদের সেই প্রতিপক্ষ ব্যাপক মারধর করেছিল। তাদের ভয়েই গ্রাম থেকে ঢাকায় এসে কাজ করেন মুকুল, রব্বানী। তাদের পুনরায় মারার জন্যই তাদের ঠিকানা বের করে আজ রাতে প্রতিবেশী কামরুল, লালু, আনোয়ার,, জাহাঙ্গীর, লোকমান, ইয়াসিন, হাকিম, সাইদুল, ওয়াজেদ ফকিরসহ ১০-১২ জন মিলে রাতে তাদের ওপর হামলে পড়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।