রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা, মোড়ে মোড়ে চেকপোস্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

ছবি : ভোরের কাগজ
বিদায়ী বছরের শেষ মুহূর্ত ‘থার্টি ফার্স্ট নাইট’ ঘিরে রাজধানীতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। খ্রিস্টীয় নববর্ষ-২০২৫ উদ্যাপনকে কেন্দ্র করে বছরের শেষ রাতে ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা ও যানবাহনে শৃঙ্খলা নিশ্চিতকরণে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু এলাকায় সাময়িক ট্রাফিক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানী অভিজাত এলাকা গুলশান, বনানী ও হাতিরঝিল, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকা এবং মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অছাত্র ও বহিরাগতদের বের করে দেয়া হয়েছে । জোরদার করা হয়েছে নিরাপত্তা। থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালনে থাকছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ছাড়াও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।
ঢাকা রমনা জোনের ডিসি মাসুদ আলম (বিপিএম) বলেন, থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য পুলিশের পক্ষ থেকে এমন চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া ঢাকাতে আরো বড় বড় দুটি প্রোগ্রাম হচ্ছে। সেগুলো নিরাপত্তা জোরদার করতে আমরা প্রস্তুত। জনসাধারণের উদ্দেশ্যে বলছি আপনারা কেউ ফানুস আতশবাজি ফাটাবেন না।