লালবাগে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর লালবাগ এলাকা থেকে ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) এবং মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং লোহার রডের সঙ্গে সংযুক্ত খাঁজকাটা ভোঁতা কড়াত উদ্ধার করা হয়।
লালবাগ বিভাগের ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে লালবাগ কেল্লার মোড় বেড়িবাধ সংলগ্ন শহীদ নগরের হাজী সেলিমের রডের ডিপোর সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মানিক সরদার, আবদুল জব্বার, তমাল হোসেন অভি ও মো. মিরাজ হোসেনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আরো ২ থেকে ৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন : রাজধানী থেকে ৯৩ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সমন্ধে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে ওই স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছিলেন বলে স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।