মোতালিব প্লাজার দোকান মালিকদের সভা অনুষ্ঠিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

ছবি: সংগৃহীত
নির্বাচনের মাধ্যমে মার্কেট কমিটি গঠনের দাবিতে সভা করেছে রাজধানীর মোতালিব প্লাজার দোকান মালিকরা। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে মোতালিব প্লাজায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আক্তার হামিদ পবন বলেন, মোতালিব প্লাজায় বিগত ১৬ বছর নির্বাচন ছাড়াই কমিটি হয়েছে। সরকার পতন হলেও এখানে আগের মতোই নির্বাচন ছাড়াই কমিটি করার অপচেষ্টা হচ্ছে।
তিনি বলেন, এ মার্কেটে ফ্যাসিবাদ তন্ত্র ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে কমিটি দেওয়া হবে।
এদিকে, সভা শুরুর আগে দোকান মালিক বাচ্চু, শাহালম ও শামীম মোল্লা ব্যবসায়ীদের উক্ত সভায় আসতে নানা ভাবে হুমকি এবং বাধা দিয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।