৪ ঘণ্টা বন্ধ মিরপুর রোড, জনভোগান্তি সৃষ্টি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম

রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি: ভোরের কাগজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজকে কমিশন গঠন করে স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ৪ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যার ফলে মিরপুর রোডসহ আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সোয়া ১২টায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থা নেয় শিক্ষার্থীরা। এরপর থেকেই রাজধানীর এই গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের সৃষ্টি হয়। তারা বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত ব্লকেড করে রাখে।
গাজীপুর পথচারী সাজ্জাদুল ইসলাম বলেন, আমি আজিমপুর থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি একটি গুরুত্বপূর্ণ কাজে। কিন্তু এখন দেখছি গাড়ি চলাচল বন্ধ। কি করবো বুঝতে পারছি না। আর এতদূর হেঁটে যাওয়াও সম্ভব না। তাই বেশি ভাড়া দিয়ে বিকল্প পথে যেতে হবে।
আরো পড়ুন: ছাত্র আন্দোলন: ৩০০ শহীদ পবিরাবকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা
শাহবাগের পিজি হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছে আবদুল সত্তার হাওলাদার। তিনি বলেন, আমারা বাসা মোহাম্মদপুর। শাহবাগে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখন বাসায় যাওয়ার জন্য কোন গাড়ি পাচ্ছিনা। যার ফলে ভোগান্তিতে পড়েছি। কিছুদিন পর পর এরকম আন্দোলন করলে সাধারণ মানুষ এই বিষয়গুলো ভালোভাবে নেয় না। ছাত্রদের উচিত জনগণের ভোগান্তি না হয় এমন করে আন্দোলন করা।

জনগণের ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা সাধারণ মানুষের ভোগান্তি সম্পর্কে জানি। আমরা তাদের কারো সন্তান, কারো ভাই। সাময়িক এই অসুবিধার জন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমাদের দাবি যৌক্তিক।
জনগণের ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি ভোরের কাগজকে বলেন, ছাত্রদের যে আন্দোলন এটি আসলে শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার। আমরা শুধু আইনশৃঙ্খলা দেখছি। আর ভোগান্তির ব্যাপারে বলতে হলে একটি এলাকায় আন্দোলন করলে তো জনগণের কিছুটা ভোগান্তি হবেই।