রাজধানীর বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত
রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় বিদ্যুতায়িত হয়ে ইব্রাহিম (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ইব্রাহিম ওই এলাকায় একটি জুতার কারখানায় কর্মরত ছিল। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় রাস্তায় জমে থাকা পানির মধ্যে বৈদ্যুতিক খুঁটি ধরে ইব্রাহিম পড়ে ছিল। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. কাউছার জানান, তারা কয়েকজন ফুটপাত দিয়ে হাঁটছিলেন, তখন তারা দেখতে পান যে ইব্রাহিম বৈদ্যুতিক খুঁটি ধরে আছে এবং পানির মধ্যে পড়ে আছে। দ্রুত একটি মই দিয়ে তাকে টেনে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইব্রাহিমের মামা মনির হোসেন জানান, তাদের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলায়। ইব্রাহিম আলুবাজার এলাকার একটি জুতার কারখানায় কাজ করতো এবং সেখানেই থাকতো। তবে সে দুর্ঘটনার সময় কোথায় যাচ্ছিল, তা নিশ্চিত করে বলা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইব্রাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন মাওলানা আজহারী?
এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় বৃষ্টির সময় বিদ্যুতের খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।