কল্যাণপুরে বস্তির আগুনে চিকিৎসাধীন একজনের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২০, ০৯:০৩ পিএম
রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুনের ঘটনায় দগ্ধ আনোয়ার হোসেন (২১) চিকিৎসাধীন মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রবিবার বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ২টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে ওইদিনই আইসিইউতে নেয়া হয়েছিল। একই ঘটনায় আক্তার হোসন (১৯) নামে আরো একজন হাসপাতালে ভর্তি রয়েছে। তার শরীরেও একই রকম দগ্ধ হয়েছে।
আনোয়ারের বাড়ি কিশোর তারাইল উপজেলার দাউদপুর বাউতি গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। কল্যাণপুর নতুন বাজার বস্তিতে নান্নু মিয়ার ভাঙ্গারি দোকানে কাজ করতো ও থাকতো সেখানেই।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কল্যাণপুরে নতুনবাজার বস্তির আগুনের ঘটনা ঘটে। এতে আক্তার হোসেন (১৯) ও আনোয়ার হোসেন (২১) দগ্ধ হয়। ঘটনার পরপরই তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ আক্তারের বাড়ি পাবনা বেড়া উপজেলায়। নেও নান্নু মিয়ার ভাঙ্গারির দোকানে কাজ করে।