×

রাজধানী

চাঁদাবাজি থেকে বাঁচতে

গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন

   

রাজনৈতিক দল বিএনপির নাম ভাঙিয়ে একদল চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তার সঙ্গে ছিলেন উক্ত কমিটির বেশ কয়েকজন নেতা ও দোকান মালিকেরা। সংঘবদ্ধ এসব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা সম্মিলিতভাবে অনুরোধ জানান। 

তবে উক্ত সংবাদ সম্মেলনটি রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে করার কথা থাকলেও সার্বিক নিরাপত্তার কারণে পরে নিরাপদ স্থানে করা হয়। কারণ সংঘবদ্ধ চাঁদাবাজেরা নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। 

এসময় দোকান মালিক সমিতির সভাপতি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ফরিদ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন সরকারি নিয়মনীতি মেনে আমরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সুস্থ স্বাভাবিক পরিবেশে ব্যবসা করতে গিয়ে নানা সময় নানা সমস্যা থাকলেও চাঁদাবাজ, দুষ্কৃতিকারী কিংবা সন্ত্রাসী মুখোমুখি হইনি। তবে দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, আমাদের এই স্বপ্নকে ভেঙ্গে দিতে একটি সন্ত্রাসী ও চাঁদাবাজি গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে। এই দুষ্কৃতিকারী চক্রটি গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে এবং মোটা অংকের টাকা দাবি করছে। অরাজকতা সৃষ্টি করার মাধ্যমে দেশকে আরো পিছিয়ে নিতে একটি দুষ্কৃতিকারী চক্র পরিকল্পনা মত কাজ করে যাচ্ছে। বিগত ১০ থেকে ১৫ দিন যাবত দুষ্কৃতিকারী গোষ্ঠীটি আচমকা আমাদের মার্কেট গুলোতে আক্রমণ চালিয়ে দোকানদার ও মার্কেট সমিতির কাছে চাঁদা দাবি করেই ক্ষান্ত হচ্ছেনা, তাদের দাবি না মানলে দোকানপাট বন্ধ করে দেয়ার হুমকিও দিচ্ছে। দিনে দুপুরে হুমকি-ধমকি এবং জোরপূর্বক দোকানপাট বন্ধ করে দেয়াসহ প্রাণনাশের হুমকির মুখে আমরা জীবন এবং পরিবার নিয়ে শঙ্কায় আছি।’

তিনি তাদের পরিচয় উল্লেখ করে বলেন, ‘গোষ্ঠীটি নিজেদেরকে বিএনপি’র রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় দিলেও বাস্তবে সন্ত্রাসী। ইতিমধ্যে ঘটনাটি বিএনপির শীর্ষ এক নেতাকে জানানো হয়েছে। তিনি তাৎক্ষনিক কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। কিন্তু বাস্তবে যাকে দায়িত্ব দিয়েছেন, তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং বলার ৪ ঘণ্টা পর উল্টো সন্ত্রাসী গোষ্ঠীটি হানা দেয়। বাস্তবিক পরিস্থিতিতে দেশের যে সংস্কার হওয়া দরকার, সেদিক দিয়ে ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখাও অত্যন্ত জরুরী। 

তিনি দাবি করে বলেন, ‘গত কয়েকদিন আগে একদল সন্ত্রাসী রাজনৈতিক পরিচয়ে আমার সমিতির অফিসে আসে। সেখানে তারা আমার খোঁজ করে। আমি সেখানে যাওয়ার পর তারা বলেন, তারা আমার কাছে টাকা পান। দ্রুত যেন তাদের টাকা পরিশোধ করি। আমি জানতে চাই, তারা কিসের টাকা পান?

উত্তরে তারা জানায়, আমরা যে ভারতের কলকাতার ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করি তারাই তাদের টাকা উদ্ধারের জন্য নিযুক্ত করেছেন। তাই সেই ব্যবসায়ীদের টাকা যেন তাদের হাতে দিয়ে দেই। কিন্তু আমার প্রশ্ন হলো, ভারতীয় ব্যবসায়ী আমাদের কাছে কোনো ধরণের টাকাই পায় না। পেলে সেটার স্বপক্ষে কোনো প্রমাণাদি নেই। পাশাপাশি যদি পেয়েও থাকে সেটা আমরা আমাদের মতো করে সমাধান করবো; সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কেন? বিষয়টি নিয়ে তারা কয়েক দফা প্রায় ২০০-৩০০ লোক নিয়ে আমার দোকানে আসেন। টাকা না দেয়ার কারণে আমার দোকান বন্ধ করে দেয়। পরে আমি সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সেটি খুলতে পারি। পরবর্তীতে আবার এসে দোকান বন্ধ করে দেয় এবং পাওয়া টাকার জন্য আমার বিরুদ্ধে গাউছিয়া মার্কেটে মানববন্ধন করে। শুধু তাই নয়, আমাদের ছবি বিকৃত করে ও এডিট করে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যুক্ত করে নানা ধরণের মিথ্যা প্রচারণাও চালাচ্ছেন। আমরা এরইমধ্যে সংশ্লিষ্ট থানা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছি। 

ফরিদ আহমেদ বলেন, ‘এখন আমার প্রশ্ন হলো, যে ভারত আমাদের দেশের এমন পরিস্থিতির জন্য এতটা দায়ী তাদের সঙ্গে এইসব সন্ত্রাসীদের যোগসুত্রতা কিসের ইঙ্গিত। পাশাপাশি আজকে আমি ভুক্তভোগী হলেও একই আশঙ্কায় রয়েছেন গাউছিয়া মার্কেটসহ আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা। এমতবস্তায় আমরা খুবই শঙ্কার মধ্যে রয়েছি এবং সবাই জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি বিশ্বাস করি, সন্ত্রাসীর কোনো দল নেই। যদিও তারা দলীয় পরিচয়েও এসব কর্মকাণ্ড পরিচালনা করছেন।’

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট দল ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখার দিকেও বিশেষ নজর দেয়ার আহবান জানাই। আহবান জানাই মার্কেট গুলোতে ব্যবসায়ীরা যেন স্বাভাবিক অবস্থায় বেচাকেনা করতে পারে, সে পরিবেশ তৈরি করা এবং সন্ত্রাসী গোষ্ঠীটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও। আশা করছি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরাও ভূমিকা রাখতে পারবো। এ বিষয়ে আপনার সুদৃষ্টি কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App