
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০২:৫৪ পিএম
আরো পড়ুন
এবার ঢাকায় কুমারী পূজা হবে না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০১:২৫ পিএম

কুমারী পূজা
করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড়, শিশুকন্যার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার ঢাকায় এবার কুমারী পূজা হবে না। সেই সঙ্গে প্রতিমা বিসর্জনে পরিহার করা হবে শোভাযাত্রাও।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এসব তথ্য জানিয়েছেন।
নির্মল কুমার জানান, এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, যাবেন গজে চড়ে। এবার ভোগের প্রসাদ বাদে প্রসাদ বিতরণ বন্ধ থাকবে। এবারের দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ৩০ হাজার ২১৩টি, যা গত বছরের চেয়ে এক হাজার ১৮৫টি কম।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

কুমারী পূজা
করোনা পরিস্থিতিতে দর্শনার্থীদের ভিড়, শিশুকন্যার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এবার ঢাকায় এবার কুমারী পূজা হবে না। সেই সঙ্গে প্রতিমা বিসর্জনে পরিহার করা হবে শোভাযাত্রাও।
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি এসব তথ্য জানিয়েছেন।
নির্মল কুমার জানান, এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, যাবেন গজে চড়ে। এবার ভোগের প্রসাদ বাদে প্রসাদ বিতরণ বন্ধ থাকবে। এবারের দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ৩০ হাজার ২১৩টি, যা গত বছরের চেয়ে এক হাজার ১৮৫টি কম।