কারফিউ শিথিলের পর যানজট, গণপরিবহন সংকটে দুর্ভোগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম

ছবি : সংগৃহীত
কারফিউ শিথিল হওয়ার পর রাজধানীর সড়কে বেড়েছে মানুষের চলাচল। ৩ দিন সাধারণ ছুটি থাকার পর আজ খুলল সব অফিস-আদালত। এ কারণে ঘর থেকে বের হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। ফলে সড়কে তৈরি হয়েছে ব্যাপক যানজট।
একই সঙ্গে রাস্তায় দেখা গেছে গণপরিবহনের সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।
বুধবার (২৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, মিরপুর, সায়েদাবাদ, মতিঝিল, কল্যাণপুর, বনানী, তেজগাঁও, মহাখালীসহ বিভিন্ন রাস্তায় প্রচণ্ড যানজট দেখা গেছে। যানজটে ঢাকার রাস্তায় একরকম স্থবির অবস্থা দেখা দিয়েছে।
মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুনবাজারের সড়কেও। রাজধানীর মহাখালী এলাকায় দেখা গেছে, অফিস খোলায় বের হয়েছেন সাধারণ মানুষ। মহাখালী ফ্লাইওভার থেকে কাকলী পর্যন্ত সড়কে দেখা গেছে গাড়ির জট। আবার অনেককেই দেখা গেছে পায়ে হেঁটে চলাচল করতে। পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরো বাড়ে।
কারফিউ শিথিলের সময়ে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বিভিন্ন অফিস খোলা থাকবে। তবে যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। কখন পৌঁছাতে পারবেন তা নিয়ে উৎকণ্ঠার মধ্যে আছেন তারা।