একুশে ফেব্রুয়ারি নিরাপত্তার হুমকি নেই: ডিএমপি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৭ পিএম

সাংবাদিকদের ব্রিফ করছেন ডিএমপি কমিশনার। ছবি: ভোরের কাগজ।

ডগ স্কোয়াড দিয়ে মহরা দেয়া হচ্ছে। ছবি: ভোরের কাগজ।

ডগ স্কোয়াডের মহরা। ছবি: ভোরের কাগজ।
একুশে ফেব্রুয়ারি কোনো ধরণের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোঃ শফিকুর রহমান। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।
[caption id="attachment_202908" align="aligncenter" width="800"]
ডিএমপি কমিশনার বলেন, একুশে ফেব্রুয়ারিকে ঘিরে চার স্তরের নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরায় মনিটরিং এর আওতায় আনা হয়েছে। কোনো ধরণের নিরাপত্তার হুমকি নেই। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে। সবাইকে তল্লাশী করে শহীদ মিনারে প্রবেশ করানো হবে।
[caption id="attachment_202910" align="aligncenter" width="800"]