×

রাজধানী

বন্ধ কারখানা চালু ও শ্রমিক নেতাদের মুক্তি দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম

বন্ধ কারখানা চালু ও শ্রমিক নেতাদের মুক্তি দাবি
   
বন্ধ কারখানা চালু, গ্রেপ্তারকৃত শ্রমিক নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ শ্রমিকদের ওপর হামলা হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড কেন্দ্রে’র অন্তর্ভুক্ত চৈতী গ্রুপের তিনটি বেসিক ইউনিয়ন। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিজয় নগর শ্রম ভবনের সামনে এসব দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন-চৈতী গ্রুপের আশিক জিন্স এ্যাপারেলস লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহানারা ইমাম। সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি ইদ্রীস আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ শাহীন, জয়নাল আবেদিন, আশিক ড্রেস ডিজাইন লি. শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি ফাহিমা আক্তার। সমাবেশ পরিচালনা করেন-নাইস এ্যাপারেলস ইন্ড্রাট্রিজ লি. শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম (পাঙ্খা)। শ্রমিকনেতারা বলেন, বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড কেন্দ্র এর অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন এর কারখানা, ৪৩ চালাবন, আজমপুর, উত্তরা, ঢাকায় অবস্থিত আশিক জিন্স এ্যাপারেলস লিমিটেড, আশিক ড্রেস ডিজাইন লিমিটেড, নাইস এ্যাপারেলস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড কারখানায় গত ২২ জুলাই কাজের যোগদানের জন্য প্রতিদিনের ন্যায় কারখানার গেটে গেলে শ্রমিকরা দেখতে পায় কারখানা তিনটি গত ২২ জুলাই থেকে এক নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই নোটিশে শ্রমিকদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়ে তা মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। নেতারা বলেন, কারখানার মালিক পক্ষ বেসিক ইউনিয়ন ধ্বংস করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মালিক পক্ষের নির্দেশে ওই কারখানার তিনটি বেসিক ইউনিয়ন এর সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতা কর্মীদের ওপর বিভিন্ন সময় মিথ্যা মামলা ও বারবার হামলা করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছে। নেতারা বলেন, গত ১৬ ডিসেম্বর কারখানা ছুটির পর কারখানার গেটে মালিক পক্ষের নির্দেশে আশিক ড্রেস ডিজাইন লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সবুজ মিয়া এবং আশিক জিন্স এ্যাপারেলস লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্চু মিয়ার এর ওপর হামলা হয়, তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নেতারা বলেন, সর্বশেষ গত ১৬ জুলাই নাইস এ্যাপারেলস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড শ্রমিক কর্মচারি ইউনিয়ন এর সভাপতি সফিকুল ইসলাম দুপুরের খাবার বিরতি শেষ করে কারখানায় প্রবেশের সময় কারখানার গেটে মালিক পক্ষের নির্দেশে সফিকুল ইসলাম এর উপর হামলা হয়, সফিকুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নেতারা বলেন, শ্রমিকরা বিভিন্ন দপ্তরে বারবার লিখিত ভাবে জানানো হলেও কোন প্রতিকার পাইনি বরং ইউনিয়নের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে এবং শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা করা হচ্ছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে গত ২১ জুলাই গভীর রাতে আশিক ড্রেস ডিজাইন লিমিটেড শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক আলমগির হোসেন সবুজ মিয়া ও ২২ জুলাই গভীর রাতে শ্রমিকনেতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে শ্রমিকরা বর্তমানে আতঙ্কে জীবন যাপন করছে। নেতারা বলেন, অবিলম্বে তাদের সবাইকে মুক্তি, শ্রম আইনের ২০০৬ এর ১৩ (১) ধারা অবৈধ ব্যবহার করে দেয়া নোটিশ প্রত্যাহার, বন্ধ কারখানা চালু, শ্রমিকদের ওপর হামলা-মামলা-গ্রেপ্তার বন্ধের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। নেতারা বলেন, দাবি আদায়ের জন্য আগামী ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড কেন্দ্রে’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী ৩০ জুলাই সকাল ১০টা থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে চৈতী গ্রুপের তিনটি বেসিক ইউনিয়ন উদ্যোগে লাগাতার অবস্থান কর্মসূচি-বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App