×

ক্যাম্পাস

শিক্ষার্থীদের বাসে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম

শিক্ষার্থীদের বাসে হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি

আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।ছবি : সংগৃহীত

   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গাড়িতে, গাড়ির চালক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি। সোমবার (৩০ ডিসেম্বর) আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উল্কা-৪ বাসে শিক্ষার্থীদের ওপর মহাখালী বাস টার্মিনালের একতা পরিবহনের কর্মচারীরা সংঘবদ্ধ ও পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলায় অনেক শিক্ষার্থী আহত ও আতঙ্কিত হয়। শিক্ষার্থীদের ওপর হামলা ঠেকাতে গিয়ে বাস চালক জগদীশ ভাই গুরুতর আহত হয়। আহতদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একতা পরিবহন কর্মচারীদের এমন সংঘবদ্ধ আক্রমণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত ফৌজদারি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

আরো পড়ুন : গুচ্ছ অনিশ্চিত, দূরত্ব বাড়াচ্ছে শিক্ষা মন্ত্রণালয় ও উপাচার্যদের

এবিষয়ে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, মহাখালীতে একতা পরিবহনের কর্মচারীদের কর্তৃক হামলায় উল্কা-৪ বাসের ড্রাইভারসহ অনেকে গুরুতর আহত হয়। আমি প্রথমেই এই ঘটনার নিন্দা জানাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন ও মেধাবীদের ক্যাম্পাস।বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সবুক চত্বর। পূর্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাসে এরকম হামলার ঘটনার কথা শুনেছি। ওই সময় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিষয়গুলোর স্থায়ী সমাধান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে জানালেও তৎকালীন প্রশাসন আওয়ামী ফ্যাসিবাদের অংশ থাকায় তারা কখনোই তা কর্ণপাত করেনি। কিন্তু বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা আমাদের আন্দোলনের ফসল ও গণতান্ত্রিক বাংলাদেশের অংশ বলে মনে করি। সে কারণে তাদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে যে, প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তা হোক ক্যাম্পাসের ভেতরে অথবা বাইরে।

প্রসঙ্গত, রবিবার (২৯ ডিসেম্বর) মহাখালী বাস টার্মিনালে একতা পরিবহনের হেল্পার ও চালকদের হামলার শিকার হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী উল্কা-৪ বাস। এতে বাসের চালক জগদীশসহ অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়। জবির বাসে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে একতা পরিবহন মালিক কর্তৃপক্ষ। হামলায় ক্ষয়ক্ষতিতে গাড়ি মেরামত বাবদ ১২ হাজার ৯০০ টাকা, আহত ড্রাইভারের চিকিৎসা বাবদ ১ লাখ টাকা, হেল্পার ও শিক্ষার্থীদের চিকিৎসায়  ৩০ হাজার টাকা ও এ ঘটনায় আরো ২০ হাজার টাকা জরিমানা দেবে বলে জানায় একতা পরিবহন মালিক কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App