×

ক্যাম্পাস

ক্যাম্পাসে সবধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৫২ পিএম

ক্যাম্পাসে সবধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

জাবিতে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। ছবি: সংগৃহীত

   

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সকল ধরনের লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি নেয় তারা। এসময় শিক্ষার্থীদেরকে ‘ছাত্র রাজনীতির কালো হাত-ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জাকসু চাই, জাকসু চাই-দিতে হবে দিতে হবে’ ‘ডান বামের রাজনীতি-চাইনা কারো উপস্থিতি’, ‘জেগেছে রে জেগেছে-ছাত্র সমাজ জেগেছে’, ‘দলীয় ছাত্র রাজনীতির আস্তানা-ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিতে দেখা যায়। 

এসময় আব্দুর রশিদ জিতু বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে আমরা ক্যাম্পাসে কোনো লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাই না। গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য অতি দ্রুত আমরা জাকসু চাই। প্রশাসনের যেকোনো ধরনের গড়িমসি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে না। কতদিনের মধ্যে জাকসু কার্যকর হবে এরকম একটা সিদ্ধান্ত আমাদের আজকে জানাতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এরকম কোনো সিদ্ধান্ত পাব না ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

জিয়াউদ্দীন আয়ান বলেন, জাকসু কার্যকরের দাবিতে আমরা এখানে অবস্থান নিয়েছি। ২৪ এর নয় দফা দাবি রেখে আমরা যে আন্দোলন করেছি তার এক দফা হচ্ছে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি। সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি জাবিতে কোনো লেজুড়বৃত্তিক রাজনীতি থাকবে না। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কীভাবে ক্যাম্পাসগুলোতে মাদকের আখড়া তৈরি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে।

তাই আমরা প্রশাসনকে জানাতে চাই আমরা কোনো গড়িমসি মেনে নেব না। প্রশাসনকে বলে দিতে চাই, সরকার আপনাকে চেয়ারে বসিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সেবা করার জন্য কোনো লেজুড়বৃত্তিক রাজনীতির আখড়া বানানোর জন্য নয়। তাই অতিদ্রুত শিক্ষার্থীদের রাজনীতি চর্চার জন্য জাকসু নির্বাচন দিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক উপায়ে রাজনীতি চর্চার সুযোগ করে দিন।

শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.কামরুল আহসান বলেন, গত মিটিংয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সাথে বসে জাকসু বিষয়ক আলোচনা করেছি। তার প্রেক্ষিতে আমরা একটি রেগুলেশন তৈরি করেছি, সেটার ব্যাপারে কোন ভিন্নমত থাকলে আমরা আবার সেটি সংশোধন করবো। সেখানে ছাত্ররাজনীতি বিষয়ক কোন আলোচনা হয়নি, যেহেতু ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা এসেছে এবং যেটা আন্দোলনের অন্যতম দফা ছিল। তাই এ বিষয়ে আমরা জাহাঙ্গীরনগর পরিবারের সাথে তথা সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বসে সিদ্ধান্ত নিবো।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App