×

ক্যাম্পাস

ঢাবির হালুয়াঘাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে হাবীব-মামুন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম

ঢাবির হালুয়াঘাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে হাবীব-মামুন

ডুসাহ'র সভাপতি আহসান হাবীব এবং সাধারণ সম্পাদক মামুন খান

   

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হালুয়াঘাটের (ডুসাহ) ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আহসান হাবীব এবং সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হয়েছেন মামুন খান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সংগঠনটির নিজস্ব নোটপ্যাডে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এই কমিটি ঘোষণা করা হয়। 

সভাপতি আহসান হাবীব বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী। অন্যদিকে সাধারণ সম্পাদক মামুন খান একই শিক্ষাবর্ষের আরবি বিভাগ ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। 

এছাড়াও সহ-সভাপতি হিসেবে আমিনুল ইসলাম, কামরুল ইসলাম নয়ন, নাফিসা ইসলাম, জাকির হোসেন আকাশ, মহসিনা আক্তার, উম্মে হাবিবা, নীলিমা আফরিন নিযুক্ত হয়েছেন। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমির হামজা, রজব সালার খান, আবু বকর, অহনা ইবনাথ ঝুমা, শেখ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক পদে জুলহাস উদ্দিন, জয়নাল আবেদিন, মুজাহিদ অনিম, লিমন খান রানা, আবু সুফিয়ান, আরিফা আক্তার দোলনা ও অনাম আমরাম হাওয়িকে নিযুক্ত করা হয়েছে। 

আরো পড়ুন: কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার বিচারের দাবি

এছাড়াও দপ্তর সম্পাদক পদে ফয়সাল আহমেদ ইমন, উপ-দপ্তর সম্পাদক পদে সুকান্ত ভদ্র, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ আলী, উপ-প্রচার সম্পাদক পদে আন্জুমান আরা ঐশী, অর্থ সম্পাদক পদে শামসুন্নাহার, উপ-অর্থ সম্পাদক পদে আফিয়া মাসুমা, ক্রীড়া সম্পাদক পদে শেখ তৌসিফ হান্নান (নাহিয়ান), উপ-ক্রীড়া সম্পাদক পদে দ্রুত ফাংনান রুরাম, সাহিত্য সম্পাদক পদে শাহরিন জান্নাত নীরা, উপ-সাহিত্য সম্পাদক পদে মোবাশ্বিরা জান্নাত, সাংস্কৃতিক সম্পাদক পদে খাসরি ক্লারা গান্ধাই, উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে তাহসিন জান্নাত মিরা, ভর্তি ও পরামর্শ বিষয়ক সম্পাদক পদে সিঁথি ইম্রা রিছিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাব্বির আহম্মেদ, আপ্যায়ন সম্পাদক পদে মো. মাহাবুব আলম খান রাব্বি, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ সোয়েব, ভ্রমণ ও পর্যটন সম্পাদক পদে সৈয়দ নাফিজ ইমতিয়াজ, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে দিগন্ত ভদ্র এবং কার্যকরী সদস্য হিসেবে রাজেকুজ্জামান জুয়েল ও শুভ চন্দ্র শুদ্রধরের নাম ঘোষণা করা হয়েছে। 

সংগঠনটির সদ্য নিযুক্ত সভাপতি আহসান হাবীব বলেন, 'ডুসাহ' ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে হালুয়াঘাটস্থ মেধাবীদের এক সম্প্রীতির প্লাটফর্ম। অত্র এলাকার ঢাবিয়ানদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধনকে জোড়ালো করে সঠিক নেটওয়ার্কিং গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আমরা সেই মেলবন্ধনকে সুদৃঢ় করতে সামনে কাজ করে যাবো। 

সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যাশা রেখে সাধারণ সম্পাদক মামুন খান বলেন, 'শিক্ষা-শান্তি-ভ্রাতৃত্ব' এই স্লোগানকে বুকে ধারণ করে সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা হালুয়াঘাটকে প্রতিনিধিত্বকারী এই সংগঠনের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হালুয়াঘাটের শিক্ষার্থীসহ আমাদের অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যাব। নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই সংগঠনের সদস্যরা অনন্য ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, 'শিক্ষা-শান্তি-ভ্রাতৃত্ব' এই স্লোগানকে বুকে ধারণ করে সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা হালুয়াঘাটকে প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ওই অঞ্চলে শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App