ভারতে মহানবীকে (স.) কটুক্তি করায় হাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

ছবি: ভোরের কাগজ
মহানবী হজরত মুহাম্মদ (স.) কে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে উক্ত বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়ক এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে শেষ হয়।
ভারতের ধর্মপ্রচারক রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি করে। তার পক্ষে বিজেপি ও শিবসেনা থেকে নির্বাচিত মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে এবং বিজেপির এমএলএ নিতেশ রানে তার পক্ষ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছে হাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
আরো পড়ুন: মহানবীকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
‘তেরা মেরা রিসতা কেয়া হে, লা ইলাহ ইল্লালাহ্’, ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে’ এমন শ্লোগান দিতে থাকেন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা।
বক্তব্য প্রদানের শুরুতে সবাই মিলে সম্মিলিত কন্ঠে হজরত মুহাম্মদ (স.) এর সম্মানে ইসলামি গজল পরিবেশন করেন। বক্তব্য প্রদানের সময় তারা বলেন, ভারত থেকে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ (স.) কে কটুক্তি করা হয়েছে, শান্তির ধর্ম ইসলামকে নিয়ে কটুক্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে যখন মানুষ কথা বলেছে তারা তখন আসামে মুসলিমদের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। বিশ্বনবীকে এবং ইসলামকে নিয়ে কেউ দেশ-বিদেশের যেখান থেকেই বিরূপ মন্তব্য করুক না কেন মুসলিম বিশ্ব তা শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ। হাবিপ্রবিতে যদি কেউ ইসলাম অবমাননার চেষ্টা করে তাহলে আমরা সেটিও জোড় মোকাবিলা করবো। শেষ রক্তবিন্দু দিয়ে আমরা ইসলামের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।