ঢাবির হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ এএম

ফজলুল হক মুসলিম হল। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩২) বলে জানা গেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শিক্ষার্থীরা রাত বারোটার একটু পরে এই লোককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করলে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি। লাশটি মর্গে রাখা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত বারোটার দিকে ওই ব্যক্তিকে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে মারধর করে। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীরাই মধ্যরাতে হাসপাতালে নিয়ে যায়।