দেশব্যাপী হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

ছবি: ভোরের কাগজ
দেশব্যাপী নির্মম হত্যাকাণ্ড এবং ছাত্র-শিক্ষক জনতার হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ।
রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে কর্মসূচিটি পালন করেন তারা। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা বলেন, সারাদেশব্যাপী অন্যায় জুলুম এবং নির্মম পরিহাস অবলোকন করছি তারই প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি। গণজাগরণের অংশীদার হিসাবে আমরা একাত্মতা পোষণ করছি। দেশের সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের আরো প্রতিবাদী হতে হবে। দেশে শান্তিপূর্ণ সহাবস্থান চাই।
আরো পড়ুন: অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের
এছাড়াও শিক্ষকেরা বলেন, তারা আর কোনো নির্যাতন দেখতে চান না। জনসাধারণ মানুষকে নিপীড়ন করা হোক, তা তারা চান না। হামলা বন্ধ হোক। তারা প্রতিটি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের সঙ্গে বিচার চান।
প্রতিবাদ অবস্থান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষকদের সঙ্গে কিছু সংখ্যক কর্মকর্তারাও অংশগ্রহণ করেছিলেন।