অগস্ত্যর সঙ্গে প্রেমের গুঞ্জন, সুহানার প্রশংসায় পঞ্চমুখ বচ্চন পরিবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

অভিষেক বচ্চন নাকি সুহানার মাথায় হাত রেখে আশির্বাদও করেছেন। ছবি : সংগৃহীত
বর্তমানে বলিউডের তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর মধ্যে অন্যতম হলেন বলিউড বাদশা শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা চলছে। সুহানার ইনস্টাগ্রাম পোস্ট সেই গুঞ্জনকে আরো উসকে দিয়েছে।
বেশ কিছুদিন ধরেই মিডিয়ার আলোচনায় রয়েছেন শাহরুখ-গৌরীর মেয়ে সুহানা। বিশেষত তার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবনের জন্য। তার ইনস্টাগ্রাম পেজে সাম্প্রতিক ছবিগুলো আরো বেশি আলোচনা তৈরি করেছে।
ছবিগুলোতে সুহানা খান একেবারে স্টাইলিশ এবং গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন। তাকে গোল্ডেন বডিকন পোশাকে দেখা গেছে, যা তার গ্ল্যামারকে আরো এক্সট্রা ফ্লেয়ার দিয়েছে। সুহানা তার ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করার সময় কোনো ক্যাপশন দেননি।
আরো পড়ুন : ভক্তের স্পর্শ করার ইচ্ছে শুনে যে প্রতিক্রিয়া হলো শাহরুখের
ছবিগুলোর প্রকাশের পরপরই নেট দুনিয়ায় সুহানাকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে গেছে। অগস্ত্যর মা শ্বেতা বচ্চন থেকে শুরু করে, তার বোন নভ্যা নাভেলি নন্দাসহ তার বন্ধুরাও তাকে বাহবা দিয়েছেন। শ্বেতা বচ্চন সুহানার ছবিতে কমেন্ট করে লিখেছেন, ‘তোমাকে সুন্দর লাগছে’। নভ্যা নাভেলি নন্দা লিখেছেন, ‘সু’, একটি ছোট কিন্তু অন্তরঙ্গ কমেন্ট যা তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের পরিচায় দেয়।
শোনা গেছে, অভিষেক বচ্চন নাকি সুহানার মাথায় হাত রেখে আশির্বাদও করেছেন। আবার অগস্ত্যার মা তথা হবু শাশুড়ি শ্বেতা বচ্চন নন্দার মন নাকি বরফের মতো কঠিন!