সাইফকে দেখতে হাসপাতালে ছেলে জেহ-তৈমুর

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। ছবি : সংগৃহীত
বান্দ্রায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত বলিউড অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৯ জানুয়ারি) দুই ছেলেকে নিয়ে হাসপাতালে পৌঁছান কারিনা কাপুর। নিরাপত্তার বলয়ের মধ্যে একাধিক গৃহকর্মীর সঙ্গে হাসপাতাল যান অভিনেত্রী।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দুই ছেলেকে বাবার সঙ্গে দেখা করালেন কারিনা। এমনিতেই ক্যামেরার সামনে বেশ হাসিখুশি থাকে ছোট ছেলে জেহ। তৈমুর একটু বড়, সে শান্ত স্বভাবের।
তবুও ক্যামেরার সামনে উৎফুল্ল থাকে দুই ভাই। তবে এই দিন হাসপাতাল থেকে বের হওয়ার সময় কিছুটা মন খারাপ ছিল এ তারকা দম্পতির দুই ছেলের। এ ঘটনার দিন কারিনার বোন কারিশমা কাপুর এসে তৈমুর-জেহকে নিজের বাড়িতে নিয়ে যান।
প্রসঙ্গত, সাইফ আলী খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে যশ চোপড়ার পরম্পরা চলচ্চিত্র দিয়ে। তিনি ১৯৯৪ সালে প্রণয়ধর্মী ইয়ে দিল্লাগি ও মারপিটধর্মী ম্যাঁয় খিলাড়ি তু আনাড়ি চলচ্চিত্র দিয়ে সফলতা অর্জন করেন।
এর পরবর্তী সময়ে তার কিছু চলচ্চিত্র ব্যর্থ হওয়ার পর ১৯৯৯ সালে তার অভিনীত বহু তারকা সমৃদ্ধ হাম সাথ-সাথ হ্যায় (১৯৯৯) চলচ্চিত্র ব্যবসাসফল হয়। ২০০০-এর দশকের শুরুতে তিনি দুটি তারকাবহুল চলচ্চিত্র দিল চাহতা হ্যায় (২০০১) ও কাল হো না হো (২০০৩)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
আরো পড়ুন : সাইফ আলি খানের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ