সোনাক্ষীকে নিয়ে আবেগঘন পোস্ট স্বামী জাহিরের, যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২ এএম

সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত
বিয়ের আগে অনেক কাঠখড় পোড়াতে হলেও বর্তমানে সুখে সংসার করছেন সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল দম্পতি। ভিন্ধর্মে বিয়ে বলে প্রথম দিকে পরিবারের সম্মতি ছিল না। তবে, বেশ সময় লাগলেও পরিবারকে রাজি করিয়েছেন সোনাক্ষী। অবশেষে বহু বাধা পেরিয়ে চারহাত এক হয়েছে যুগলের।
ভিন্ধর্মে বিয়ে নিয়ে সমস্যার কথা অবশ্য কখনো স্বীকার করেনি সিন্হা পরিবার। তবে জাহিরের একটি পোস্ট ইঙ্গিত দিলো, বিয়ের আগে বহু বন্ধুর পথ পেরিয়ে এসেছেন তারা। এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু সম্পর্ক থাকে যা অদৃশ্য সুতোয় বাঁধা। সোনাক্ষীর সঙ্গে নাকি তার এমনই সম্পর্ক।
জাহিরের পোস্টে লেখা, সঠিক সময় আসার আগে পর্যন্ত এই বিশ্বব্রহ্মাণ্ড দু’টি মানুষের কখনোই মিলন হতে দেয় না। সেই নির্দিষ্ট সময় বেশ কিছু কাকতালীয় ঘটনা ঘটবে। এই অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাগুলো না ঘটলে দু’জনের হয়তো কখনোই দেখা হত না। কিন্তু এই ব্রহ্মাণ্ড এই ভাবেই সবটা সাজিয়ে রেখেছে।
জাহির লিখেছেন, একটা সময় সবটা উপলব্ধি করতে পারবেন। দু’জনে দেখা হলে বুঝবেন, পরস্পরের জন্য নিজেদের মনকে প্রস্তুত করতেই এত দিন এত বাধা পেরোতে হয়েছে।
কিছু দিন আগেই এক অনুষ্ঠানে সপরিবার উপস্থিত ছিলেন সোনাক্ষী। সেখানে সোনাক্ষীর মা পুনম সিন্হা দাবি করেন, জাহির নয়, সোনাক্ষীই নাকি বেশি ভালোবাসেন তাকে। পুনম বলেন, আমার মা বলতেন, তাকেই বিয়ে করবে, যে তোমাকে বেশি ভালবাসে। আমি কিন্তু সেটাই করেছি। কিন্তু আমার মেয়ে এটা কী করল? এমন একজনকে বিয়ে করল, যাকে ও বেশি ভালোবাসে।
মায়ের কথা শুনে সোনাক্ষী সঙ্গে সঙ্গে বলে ওঠেন, এটা নিয়ে তর্ক হতে পারে। জাহির মনে করে, ও আমাকে বেশি ভালোবাসে। আবার আমি মনে করি, আমি জাহিরকে বেশি ভালোবাসি। কোন সত্যকে মান্যতা দেয়া হবে, সেটা একটা বিষয়।
আরো পড়ুন : সঠিক মানুষ হলে একবার প্রেমই যথেষ্ট