×

বলিউড

ব্রিটেনের সরকার ভুল করেছে, ওদের সংশোধন করা উচিত: সঞ্জয় দত্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:৩৬ এএম

ব্রিটেনের সরকার ভুল করেছে, ওদের সংশোধন করা উচিত: সঞ্জয় দত্ত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ছবি : সংগৃহীত

   

বলিউডের একসময়ের জনপ্রিয় নায়ক সঞ্জয় দত্ত। সুঠাম শারীরিক গঠন এবং অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত ভক্তের হৃদয়। ব্যক্তি জীবনে নানা বিষয়েই আলোচনার কেন্দ্রে থাকেন এই বলি অভিনেতা। এখনো সমানতালে অভিনয় করছেন একের পর এক হিট ছবিতে।

অজয় দেবগন অভিনীত ‘সন অফ সর্দার ২’ ছবিতে খলনায়কের চরিত্রে ভাবা হয়েছিল সঞ্জয় দত্তকে। সেই অনুযায়ী শুটিংয়ের জন্য ব্রিটেনে পাড়ি দেয়ার কথা ছিল অভিনেতার। তবে ভিসা বাতিল হওয়ায় স্কটল্যান্ডে শুটিংয়ে যোগ দিতে পারেননি তিনি। ১৯৯৩ সালে টাডা আইনে অপরাধী সাব্যস্ত হওয়া সঞ্জয়কে ভিসা দিতে নারাজ ব্রিটেনের সরকার। ঘটনার পরে ছবিতে সঞ্জয়ের পরিবর্তে রবি কিষণকে কাস্ট করা হয় খলনায়কের চরিত্রে। এবার পুরো বিষয়টির সমালোচনা করলেন সঞ্জয়।

তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ভিসা দেয়া হয়েছিল তাকে। সেই অনুযায়ী সমস্ত টাকাপয়সা পরিশোধ করেছেন তিনি। সব কিছু পরিকল্পনা মাফিক এগোলেও হঠাৎ ছন্দপতন ঘটন! এক মাস পরে সঞ্জয়ের ভিসা বাতিল করে দিল ব্রিটেন।

আরো পড়ুন : আলি দরগায় সংস্কারের কত টাকা দিলেন অক্ষয়?

তিনি জানান, ব্রিটেনের সরকারের কাছে আমি সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি। তাহলে প্রাথমিকভাবে আমাকে ভিসা দিল কেন? সে ক্ষেত্রে আমাকে ভিসা দেয়া উচিত হয়নি ওদের! আইন বুঝতে ওদের এক মাস সময় লেগে গেল!

বলিউডের এই অভিনেতা ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, এমনিতেও কে ব্রিটেনে যেতে চায়! অনেক হিংসাত্মক ঘটনা ঘটছে সেখানে। এমনকি ভারত সরকারও ব্রিটেনে না যাওয়ার বিবৃতি জারি করেছে। ফলে আমার কিছুই হাতছাড়া হচ্ছে না। 

নিজেকে একজন আইন মান্যকারী অভিনেতা হিসাবে তুলে ধরে তিনি বলেন, ওরা ভুল করেছে। ওদের সংশোধন করা উচিত। তিনি সমস্ত আইন মেনে চলেন এবং প্রতিটি দেশের আইন ব্যবস্থাকে সম্মান করেন বলেও জানান এই অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App