সংস্কারের সঙ্গে নির্বাচনের বিরোধ নেই, দুটো একসঙ্গেই চলতে পারে: মির্জা ফখরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০২:১১ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। ছবি : ভোরের কাগজ
সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুটো একসঙ্গেই চলতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সকালে দলের নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
জিয়াউর রহমানের জন্মদিন উদযাপনে বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক আলোচনা সভায় ভার্চুয়াল বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ১৯৩৬ সালের বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালের সাতই নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন। পরে ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।
আরো পড়ুন : ‘সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন’