বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে আল্টিমেটাম

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

ছবি: ভোরের কাগজ
ফেনী সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও পথসভা করেছে বিএনপি এবং সহযোগী সংগঠন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়। ৭২ ঘন্টার মধ্যে চারটি কমিটি বাতিল না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন বিএনপির পদবঞ্চিত নেতারা।
সমাবেশে সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু বলেন, সোনাগাজী উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটি ঐক্যবদ্ধ এবং সুসংগঠিত। বর্তমান কমিটিকে না জানিয়ে অসাংগঠনিক উপায়ে পকেট কমিটি দিয়ে এই ঐক্য বিনষ্ট করার পায়তারা করা হচ্ছে। ৭২ ঘন্টার মধ্যে নবগঠিত এই পকেট কমিটি বাতিল হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি।
আরো পড়ুন: সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক দুলাল, সিনিয়র সহ-সভাপতি ইমাম উদ্দিন ভুঞা, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল, দাগনভুঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহিদুর রহমান ফটিক প্রমুখ।
আরো বক্তব্য দেন- সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক জসিম উদ্দিন লন্ডনি, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মাহমুদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ প্রমুখ।
এর আগে সোনাগাজী-দাগনভুঞা উপজেলার সকল ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের মিছিল প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়।