×

বিএনপি

কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ লন্ডন পৌঁছাবেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

   

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কাতারের রাজধানী দোহা হয়ে যুক্তরাজ্যের লন্ডন পৌঁছাবেন। সেখানে তাকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেয়া হবে এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।  

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন।  

লন্ডন যাত্রার প্রস্তুতি  

ডা. জাহিদ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে বহনের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। লন্ডন বিমানবন্দরে তাকে রিসিভ করবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং লন্ডন বিএনপির দুই নেতা।  

ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক দল এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।  

চিকিৎসা এবং সম্ভাব্য পরিকল্পনা  

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। ডা. জাহিদ জানান, এটি যুক্তরাজ্যের একটি পুরোনো ও বিশ্বস্ত হাসপাতাল, যেখানে আধুনিক মাল্টি ডিসিপ্লিনারি সেবা পাওয়া যায়। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা নির্ধারণ করবেন।  

লিভার ট্রান্সপ্লান্ট প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহিদ বলেন, তার বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন লন্ডনের চিকিৎসকরা। প্রয়োজনে তাকে আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালেও পাঠানোর সুপারিশ করা হতে পারে।  

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও দোয়ার আহ্বান  

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশবাসীর ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া কৃতজ্ঞ। তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন এবং সুস্থ হয়ে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি নিজেও দেশবাসীর জন্য দোয়া করছেন।  লন্ডনে চিকিৎসা শেষে তার সুস্থতার খবর জানিয়ে দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App