বিহার-উড়িষ্যার মালিকানা দাবি করে সোচ্চার হবে বাংলাদেশিরা: রিজভী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
-6752b596bec6a.jpg)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : ভোরের কাগজ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামীতে বিহার-উড়িষ্যাসহ বাংলাদেশের নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে সোচ্চার হবে বাংলাদেশের মানুষ।শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় গুলশান ২ নম্বর গোলচত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।
রিজভি বলেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এ কারণে দেশটির সঙ্গে তাদের কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি রিপাবলিক টিভি যেসব বক্তব্য প্রচার করছে তা যদি ভারতের বক্তব্য হয়, তাহলে আগামীতে বিহার-উড়িষ্যাসহ বাংলাদেশের নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে।
ভারত যদি তাদের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ ব্যবসা-বাণিজ্য করবে কি না সেটাও ভাবা হবে বলে হুমকি দেন বিএনপির সিনিয়র এই নেতা।
আরো পড়ুন : যেসব কারণে বাংলাদেশের হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত ভারত